মানুষের সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন সুষম পুষ্টি উপাদান। আর আমরা এই পুষ্টি উপাদান গুলো পাই দৈনিক খাদ্য গ্রহণের মাধ্যমে। কিন্তু আমরা প্রতিদিন যে খাদ্য খাই তাতে পুষ্টির সকল উপাদান থাকে না। এছাড়াও আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলমূল, শাক সবজি, মাছ মাংস রাখা সম্ভব হয় না এবং বর্তমানে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত জাঙ্ক ফুডের প্রতি বেশি ঝুকে যাওয়ায় দেহে পুষ্টির আরো বেশি ঘাটতি দেখা যায়। জাঙ্ক ফুডে প্রচুর কার্বো-হাইড্রেড থাকলেও অন্যান পুষ্টি উপাদান যেমন খনিজ ভিটামিন–মিনারেল, প্রোটিন ইত্যাদি থাকে না। ফলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দিনে দিনে কমে যাচ্ছে এবং আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। তাই আমাদের দেহে এই পুষ্টিহীনাত দূর করার জন্য এমন কিছু খাদ্য গ্রহণ করা প্রয়োজন যা দেহের সকল পুষ্টির চাহিদা পূরণ করবে।
স্পিরুলিনা হচ্ছে প্রাকৃতিক ভাবে পানিতে জন্মানো এক ধরনের নীলাভ সবুজ শৈবাল। ইহা প্রাকৃতিক ভাবে সহজলভ্য সবধরনের পুষ্টি উপাদানে সমৃদ্ধ সম্পুরক খাদ্য হিসাবে সারা বিশ্বে সমাদৃত ও অত্যন্ত জনপ্রিয়। সৃষ্টির আদিকাল হতে পুষ্টি উপাদানের একমাত্র উৎস হিসাবে এটি ব্যবহৃত হয়ে অসছে। এটি উচ্চ মাত্রার প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং এসেনশিয়াল (অত্যাবশকীয়) এ্যামাইনো এসিড, বিটা—কেরোটিন, গামা লিনোলেনিক এসিড, প্রাকৃতিক এন্টি—অক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদান সমৃদ্ধ। তাই এটিকে সুপার ফুড বলা হয়ে থাকে।
এছাড়াও যেসব প্রাকৃতিক পুষ্টি উপাদান আছে তা হলো ভিটামিন বি—কমপ্লেক্স, বিটা—কেরোটিন, ম্যাঙ্গানিজ, জিংক, কপার, আয়রন, গামা লিনোলেনিক এসিড (জিএলএ—), ভিটামিন ই, সেলিনিয়াম ইত্যাদি।
আরো অধিক তথ্য জানতে বা সরাসরি অর্ডার করতে কল করুন: 01704888777, 01766148970
Reviews
There are no reviews yet.