মেটজেম এর মূল উপাদান হলো কোএনজাইম কিউ ১০ যা কো-কিউ ১০, ইউবিডেকারনন, ইউবিকুইনন ইত্যাদি নামে পরিচিত। কো এনজাইম কিউ ১০ ভিটামিন এর ন্যায় চর্বিতে দ্রবনীয়, এটি মানব দেহে বিভিন্ন টিস্যুতে প্রাকৃতিকভাবে তৈরী হয়। এটি মানবদেহের প্রতিটি সজীব কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হৃদপিন্ড, যকৃত, কিডনী ও অগ্ন্যাশয়ে উচ্চমাত্রায় উপস্থিত থাকে এবং এটি ফুসফসেও উপস্থিত থাকে। প্রতিটি সজীব কোষে কো এনজাইম কিউ১০ উপস্থিত থাকে। যদিও এটি বেশীরভাগ মাইটোকন্ড্রিয়ায় ৪০–৫০% উপস্থিত থাকে, কারণ এটি মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনের উৎস হিসেবে কাজ করে। সাধারণত ৯০% কোষের শক্তি উৎপাদনের জন্য কো এনজাইম কিউ ১০ এর প্রায়োজন।
কোএনজাইম কমে যাওয়ার কারণ সমূহ হলোঃ
কালেস্টেরল কমানোর জন্য স্ট্যাটিন জাতীয় ঔষধ গ্রহনের ফলে রিডাক্টেজ এনজাইমকে কে ব্লক করায় দেহে মেভালোনিক এসিড উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কোলেস্টেরল উৎপাদন হ্রাস পায় এবং পাশাপাশি দেহ কোষের জন্য অত্যান্ত দরকারী উপাদান প্রোটিন এবং কোএনজাইম উৎপাদনও কমে যায়। এজন্য স্ট্যাটিন জাতীয় ঔষধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া রোধে মেটাজেম খেতে হবে।
হার্ট ফেইলর এবং হার্ট ফেইলর চিকিৎসার পার্শপ্রতিক্রিয়া হিসেবে দেহে নিম্ন রক্তচাপ এবং কোএনজাইম কিউ১০ এর স্বল্পতা দেখা দেয় এক্ষেত্রে মেটাজেম হার্ট ফেইলর এবং এর চিকিৎসার পার্শপ্রতিক্রিয়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও ডায়াবেটিকস রোগীদের জন্য কোএনজাইম কিউ ১০ এই ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
মহিলাদের ওভারিতে মাইটোকন্ড্রিয়ার পরিমান বেশি থাকে। কোএনজাইম কিউ ১০ মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে দেহে কো এনজাইম কিউ১০ এর সংশ্লেষন কমে যায়। ৫০ বছর বয়সে কো এনজাইম কিউ ১০ এর পরিমান ৫০% কমে যায়। ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে মহিলাদের ডিম্বাশয়ের শক্তি উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। মেটাজেম ডিম্বশয়ে মাইটোকন্ড্রিয়ার শক্তি বৃদ্ধির মাধ্যমে ডিম্বাশয়ের গুনগত মানকে উন্নত করে। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, কোএনজাইম কিউ১০ পুরুষের স্পামের ঘনত্ব এবং গতিশীলতা বৃদ্ধি করে।
ক্রিয়াবিদদের শারীরিক ক্লান্তি দূর করে এবং শক্তি বৃদ্ধি করে। ফলে তারা দীর্ঘ সময় অনুশীলন করতে পারে।
কোএনজাইম কিউ১০ এর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা দেহের ফ্রি রেডিক্যাল সমূহের বিরুদ্ধে লড়াই করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
Reviews
There are no reviews yet.